শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস

ষোলশত জাংগালিয়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস তৎকালীন পাবনা জেলার অন্তর্গত সিরাজগঞ্জ মহুকুমার বেলকুচি থানার ৬ নং বড়ধূল ইউনিয়নের ঐতিহ্যবাহী ষোলশত জাংগালিয়া গ্রাম। গ্রামের চারপাশে যমুনা নদী দ্বারা বেষ্টিত। এই গ্রামের অধিকাংশ মানুষ কৃষক, শ্রমিক, তাঁতী, ও জেলে সম্প্রদায়। তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত। অবহেলিত চরাঞ্চলের শিক্ষার আলো বিস্তারের লক্ষ্যে তৎকালীন আওয়ামীলীগ সরকারের প্রতিমন্ত্রী ও সংবিধান প্রণেতা সদস্য জনাব আব্দুল মমিন তালুকদার এবং বড়ধুল ইউনিয়নের চেয়ারম্যান মরহুম এ,কে,এম আমির হোসেন সরকারের উদ্যোগে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় পহেলা জানুয়ারী ১৯৯১ইং সালে ষোলশত জাংগালিয়া উচ্চ বিদ্যালয়টি স্থাপিত হয় এবং ০১-০১-১৯৭৪ ইং সালে শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টি স্থাপিত হওয়ার পর থেকে এটি বড়ধুল ইউনিয়নবাসীর একমাত্র আশা ও ভরাসার স্থলে পরিণত হয়। কিন্তু বিদ্যালয়টি স্থাপনের পর থেকে আজ পর্যন্ত ভয়াবহ যমুনার করাল গ্রাসে ১২ বার নদীগর্ভে বিলীন হয়। সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জনাব মোঃ আব্দুল লতিফ বিশ্বাসের সার্বিক সহযোগিতায় বর্তমানে ভাঙ্গাবাড়ী গ্রামে পুনঃস্থাপিত হয়। শত প্রতিকুলতার মাঝেও জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক। গত ২০১৯ সালের বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষার মাধ্যমে জনসংখ্যাকে ‘জনশক্তিতে’ পরিণত করার জন্য অত্র বিদ্যালয়টি সেসিপ এর মাধ্যমে ভোকেশনাল শাখার অন্তর্ভূক্ত করা হয়। বিদ্যালয়টিতে ০১টি নির্মানাধীন চারতলা ভবন ও ০৩টি টিনের ঘ রহিয়াছে। বিদ্যালয়টির এমপিও কোড: ৮২০১০৩১৩০১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *