নোটিশ

নিয়োগ বিজ্ঞপ্তি

বে সরকারি স্কুল ও কলেজের জনবল কাঠামো ও এমপিও  নীতিমালা ২০২১ মোতাবেক ষোলশত জাংগালিয়া উচ্চ বিদ্যালয়, ডাকঘর: সোহাগপুর, উপজেলা: বেলকুচি, জেলা: সিরাজগঞ্জের জন্য নবসৃষ্ট এমপিও শূন্যপদে একজন নিরাপত্তা কর্মী ও একজন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ করা হব। উভয় পদের জন্য শিক্ষাগত যোগ্যতা জেএসসি/জেডিসি/ সমমান পাস। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর বেতন স্কেল-৮২৫০- ২০,০১০/= বেতন গ্রেড-২০। সমপদে ইনডেক্সধারীদের জন্য
বয়সসীমা শিথিলযোগ্য। প্রার্থীদের বিজ্ঞপ্তি  প্রকাশের ১৫ দিনের মধ্যে সঞ্চয়ী হিসাব নং- ৩৮৩০০১০০০৩৬১৪, রূপালী ব্যাংক পিএলসি, বেলকুচি-শাথায় ২০০০/= টাকার জমা রসিদ, ২ কপি ছবি, প্রয়োজনীয় রাগামী
কাগজপত্রসহ ৩১/০৫/২০২৪ইং বিকেল ৪টার মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন পৌছাতে হবে। প্রধান জসি-৩০৮/১৪